হরতাল বাড়াতে পারে জামায়াত
নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকতে পারে জামায়াতে ইসলাম। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, দলের আমির নিজামীর মামলার বিষয়টি যে বিশেষ গুরুত্বপূর্ণ, তা জামায়াত দেশবাসীকে জানাতে চায়। একই সঙ্গে তারা প্রমাণ করতে চায়, দলটি সহিংস নয়
আর তাই নিজামীর ফাঁসির রায়ের পর সারা দেশে উল্লেখযোগ্য কোনো সহিংসতা ঘটেনি।জামায়াত যদি আগামী ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকে, তাহলে টানা ১০ দিন হরতালের ফাঁদে পড়বে দেশ।দলটি ইতিমধ্যে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডেকেছে। মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী মঙ্গলবার পবিত্র আশুরার ছুটি। এর পরের বুধ ও বৃহস্পতিবারও (৫ ও ৬ নভেম্বর) যদি হরতাল ডেকে দেয় জামায়াত, তাহলে ব্যবসা-বাণিজ্য, জনজীবন স্বাভাবিক হতে হতে শুক্রবার। আর অফিস-আদালতের স্বাভাবিক কর্মমুখরতা ফিরে পেতে অপেক্ষা করতে হবে ৯ নভেম্বর রোববার পর্যন্ত।