টানা দশম জয় রিয়াল মাদ্রিদের
স্পোর্টস ডেস্ক : জয়রথ অব্যাহত রিয়াল মাদ্রিদের। বুধবার সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা দশম জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এদিন অ্যাওয়ে ম্যাচে কর্নেলাকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলাত্তির শিষ্যরা। জোড়া গোল করেছেন রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে।একাদশেই ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বেঞ্চে বসে ছিলেন ইসকো-করিম বেনজেমারা
কিন্তু তারপরেও আয়েশি জয় পেতে কোনো সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। এদিন কোপা ডেল রের চতুর্থ রাউন্ডে খেলায় ভারানের হাত ধরে খেলায় ৯ মিনিটে লিড পায় ‘দ্য গ্যালাকটিকোস’রা।ম্যাচের ১৯ মিনিটে গিয়ে অস্কার মুনোজের ব্যবচ্ছেদে এই গোলটি শোধ দেয় স্বাগতিক কর্নেলা। ৩৫ মিনিটে আবার ব্যবধান বাড়ান ফরাসি ডিফেন্ডার ভারানেই। দ্বিতীয়ার্ধ থেকে ফিরে জাভিয়ের হার্নান্দেজ স্কোরলাইন ৩-১ করেন। আর ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন।ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রিয়ালের পক্ষ চতুর্থ গোলটি করেন এই ডিফেন্ডার। প্রসঙ্গত, এদিন রিয়ালের পক্ষে অভিষিক্ত হন রাউল ডি টমাস। শেষ কয়েক মিনিট মাঠে ছিলেন রিয়ালের একাডেমির এই ফুটবলার। লা লিগায় আগামী শনিবার গ্রানাডার মুখোমুখি হবে সান্টিয়াগো বার্নাব্যুর অধিবাসীরা।