বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » জীবনে কখন যে কী ঘটবে, কেউই জানে না৷

জীবনে কখন যে কী ঘটবে, কেউই জানে না৷ 

স্পোর্টস ডেস্কঃ  পুরনো কথা; অথচ নতুন তথ্য। ৪ বছর আগেই টেনিসকে বিদায় জানাতে চেয়েছিলেন টেনিসকন্যা সানিয়া মির্জা৷ পরে নানা কথা চিন্তা করে; নিজের সঙ্গে যুদ্ধ করে সিদ্ধান্ত পাল্টেছেন৷ দীর্ঘদিন পরে নিজেই জানিয়েছেন সে কথা। বলেছেন, ‘সেই ২০১০ সালের কথা। ওই সময় ভেবেছিলাম অবসর নেব৷ এখন ২০১৪৷ জীবনের সেরা টেনিস খেলছি৷ একজন অ্যাথলেটিকের জীবনে কখন যে কী ঘটবে, কেউই জানে না৷ আমার লক্ষ্য, ডাবলস র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া৷ এখনকার ফর্ম ধরে রেখে আগামী বছরই সেই লক্ষ্য পূরণ করতে চাই৷’ সিদ্ধান্ত বদলের সঙ্গে বদলে গেছে সানিয়া মির্জার ভাগ্য

sania2

চলতি বছরেই সানিয়া অর্জন করেছেন তিন-তিনটি শিরোপা। এক কথায় সানিয়া রয়েছেন টেনিস জীবনের সেরা ছন্দে৷ পেশাদার টেনিসে; ওয়ার্ল্ড ফাইনালসে প্রথমবার নেমেই ডাবলসে কারা ব্ল্যাককে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া মির্জা। এর আগে ২০১৪ সালে গ্র্যান্ডস্লাম খেতাবও জিতেছেন মিক্সড ডাবলস। আর মিক্সড ডাবলসে জিতেছেন এশিয়াড স্বর্ণও। এক কথায় সানিয়া এখন নিজে ফর্মের মধ্যগগনে রয়েছেন। পাকিস্তানের বউ হয়েও সানিয়ার সব স্বপ্ন যেন ভারতকে ঘিরে। প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ফাইনালসে খেতাব জেতায় সানিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই নিজের টুইটার অ্যাকাউন্টে সানিয়াকে লিখে অভিনন্দিত করেছেন। দেশের প্রতি কৃতজ্ঞ সানিয়াও; হায়দরাবাদে ফিরেই বলেছেন, ‘আমি ওয়ার্ল্ড ফাইনালস খেতাব আমার দেশকে, আমার ভারতকে উৎসর্গ করেছি।’ উৎসর্গ করারই কথা। কারণ টেনিস ছাড়ার কথা ভাবা একজন যদি এতকিছু অর্জন করে; তখন তার অনেক কিছুই করার থাকে

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone