বিসিবি’র পরিচালকের বাসভবনে গুলি
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক শেখ সোহেলের খুলনার শেরে বাংলা রোডের বাসভবনে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা বাসভবন লক্ষ্য করে ৫টি গুলি করে। এ সময় বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান করছিলো। তবে, গুলির শব্দ শোনার পর তারা বাইরে এসে কাউকে দেখতে পাননি
পরে, রাতেই ঘটনাস্থল পরিদর্শনে করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।
এ সময় তিনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাই, তারাই এ ঘটনা ঘটাতে পারে। এদিকে, শেখ সোহেল জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে কোনো ধারণা করতে পারছেন না তিনি।
উল্লেখ্য শেখ সোহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। এবং এমপি শেখ হেলাল উদ্দিনের ছোট ভাই।
Posted in: খেলা