‘ভীষণ অস্বাস্থ্যকর’ দিল্লির বাতাস
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ফের নেতিবাচক কারণে শিরোনাম হল দিল্লির বাতাস। যুক্তরাষ্ট্র দূতাবাসের দূষণ পরিমাপক কর্মীরা বলছেন, ‘ভীষণ অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে দিল্লির বাতাস। সেই সঙ্গে তারা শহরটিতে শিশুদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে পরামর্শ দিয়েছেন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল, বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস দিল্লিতে। তবে দেশটির এয়ার মনিটরিং সেন্টার তা অস্বীকার করেছিল।
৯১টি দেশের ১৬০০ শহরের সমীক্ষা ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বেইজিং-এর বাতাসের চেয়ে নয়াদিল্লী বাতাস তিনগুণ দূষিত বলে উল্লেখ করা হয়। তখন এতে বলা হয়, বেইজিং-এর বাতাসে পিএম ২.৫ নামে পরিচিত অনূর্ধ্ব ২.৫ মাইক্রোমিটার ব্যাসার্ধের কণিকা ৫৬টি পাওয়া গেছে। কিন্তু দিল্লিতে পাওয়া গেছে তার প্রায় তিনগুণ অর্থাৎ ১৫৩টি। অতিক্ষুদ্র আকারের এ কণিকা শ্বাসের সঙ্গে দেহে ঢুকে এবং ফুসফুসের স্বাভাবিক তৎপরতায় বিঘ্ন ঘটায়। অধিক হারে ব্রংকাইটিস, ফুসফুস ক্যান্সার এবং হৃদরোগের প্রকোপ বাড়ার সঙ্গে এ কণিকার সম্পর্ক রয়েছে।
Posted in: আর্ন্তজাতিক