হরতালে মাঠে থাকবে আ.লীগ
রোকন উদ্দিনঃমানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালের প্রথম দিনে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার হরতালের প্রথম দিন। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে জামায়াত ও তাদের সহযোগী সংগঠন শিবিরের নেতাকর্মীদের নাশকতা, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ ছাড়া সারা দেশে বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সকর্ত থাকার নির্দেশ দিয়েছেন দলীয় হাই কমান্ড। দলটির দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীতে জামায়াত-শিবির অধ্যুষিত প্রতিটি, থানা, ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ এলাকায় মহানগর আওয়ামী লীগসহ সহযোগী, ভাতৃপ্রতিম এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করবেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী দুপুরেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আগত নেতাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। সকাল থেকেই সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করবেন। দলের মহানগর আওয়ামী লীগের এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার জিরো টলারেন্সে থাকবে, আমরাও সতর্ক থাকবো।’
অন্যদিকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে আনন্দ মিছিল শেষে ছাত্রলীগের নেতারা হরতাল প্রতিহতের ঘোষণা দেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘কালকের হরতালে জামায়াত-শিবির যদি রাস্তায় নামতে চায়, তাহলে জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা তাদের প্রতিহত করব।’