বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » লাইফ স্টাইল » শীতের বিয়ের সাজ

শীতের বিয়ের সাজ 

biye

লাইফস্টাইল ডেস্কঃ  শীত প্রায় ঘরের দরজায় কড়া নাড়ছে। এরই মাঝে প্রকৃতিও তার আকার ভঙ্গিতে তা সবাইকে বুঝিয়ে দিচ্ছে। সেই সঙ্গে নানা জনের কাছেই শুনছি সামনেই আসছে নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ? কিসের আবার বিয়ের।

শীতে আমাদের দেশে বিয়ের ধুম লাগে। এসব অনুষ্ঠানে খুব সাদামাটা ভাবে যাওয়া যায় না। আবার সব সময় পার্লারে গিয়ে তৈরি হওয়ারও সময় থাকে না। তাই আমাদের জন্য চটজলদি তৈরি হতে খুব সহজ মেকআপ টিপস দিয়েছেন দেশের অন্যতম সৌন্দর্য সেবা দানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ডের কর্ণধার বিউটি এক্সপার্ট কনা আলম।প্রথমে ব্রাস করুন, বেশি ক্লান্ত লাগলে গরম দিয়ে গোসল করুন। সারাদিনের অফিস বা ঘরে কাজের ক্লান্তি দূর হয়ে যাবে।

biye

এবার এক মগ চা বা কফি খেয়ে ঝরঝরে হয়ে সাজতে বসুন।ময়েশ্চারাইজার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙ-এর শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। চোখের ওপরের পাতায় আইলাইনার দিয়ে মোটা করে লাইন টেনে নিন। দুই বার করে মাশকারা লাগান। ঠোঁট এঁকে গাঢ় রঙের ওয়েলি লিপস্টিক বা লিপগ্লস লাগিয়ে নিন। এবার ব্লাসন বুলিয়ে দিন দুই গালে। হয়ে গেল সন্ধ্যা পার্টির সাজ। হাত পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।যেহেতু শীতের সময় তাই একটু ভারী শাড়ি বেছে নিন। পোশাকের সঙ্গে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন।পছন্দমতো গয়না পরুন। গয়নার বিষয়ে একটি বিষয় লক্ষ রাখুন, যদি বড় কানের দুল পরেন, তবে গলায় লম্বা চেন টাইপ কিছু পরুন।

চুল সেট করে নিন।শীতে রুক্ষ প্রকৃতির সঙ্গে ‍আমাদের ত্বকও রুক্ষ হয়ে ওঠে। অনেকেরই ত্বক ফাটা, খসখসে হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। আর প্রকৃতিতে এসময় যেহেতু ধুলোবালি বেশি, তাই শীতে সাজের আগে প্রথম শর্ত হচ্ছে ত্বকের আদ্রতা ধরে রাখা। এজন্য নিয়মিত ত্বক পরিস্কার রাখতে হবে। সেই সঙ্গে খাদ্য তালিকায় রাখুন তাজা ফল আর পর্যাপ্ত বিশুদ্ধ পানি।শীতের রুক্ষতা থেকে ত্বক কোমল রাখতে এখন থেকেই দিনে অন্তত দুইবার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার শুরু করুন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone