নাটোরের উদ্দেশ্যে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী শুরু গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জোটের সমাবেশে যোগ দিতে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাডাম দুপুরে জেলা সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে বিকাল সাড়ে ৩টার মধ্যে জনসভাস্থলে পৌঁছাবেন।
নাটোরে এনএস (নবাব সিরাজদ্দৌলা) সরকারি কলেজ মাঠে এই জনসভা শুরু হবে বেলা ২টায়।
৫জানুয়ারি নির্বাচনের পর এটি খালেদা জিয়ার ষষ্ঠ জনসভা। সর্বশেষ গত ২৩ অক্টোবর নীলফামারীতে জনসভা করেন বিএনপি চেয়ারপারসন।
Posted in: জাতীয়