বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল জামায়াতের
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমের ফাঁসির দণ্ড হওয়ায় আগামী বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার বেলা সোয়া ১টার দিকে এ হরতাল আহ্বান করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ। এদিকে, রোব ও সোমবারের হরতালের পর মঙ্গলবার পবিত্র আশুরা হওয়ায় এদিন জামায়াত কোন কঠোর কর্মসূচি দিচ্ছে না। তবে সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে তারা। বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।
Posted in: বিশেষ সংবাদ