শাহরুখ খানের শুভ জন্মদিন আজ
বিনোদন ডেস্কঃ বলিউড কিং শাহরুখ খানের শুভ জন্মদিন আজ। ১৯৬৫ সালের এদিনে দিল্লিতে জন্মগ্রহণ করেন বলিউডের এ তারকা। প্রতি বছরের মতো এ বছরও শত ব্যস্ততার মাঝে দিনটি একান্ত নিজের জন্যই রেখেছেন তিনি।জানা গেছে, পরিবার, প্রিয় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়েই কাটবে এদিনটি। সেই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি
। এছাড়া বিশেষ একটি চমকপূর্ণ আয়োজন থাকার কথা রয়েছে আজকের দিনকে ঘিরে।জানা যায়, জন্মদিনের সাথে ‘হ্যাপি নিউইয়ার’ ছবির আকাশছোঁয়া সাফল্য উদযাপনই থাকবে এ আয়োজনে। ১৯৯২ সালে শাহরুখ খান তার অভিনীত প্রথম ছবি দিওয়ানায় অভিনয় করে বেশ সাফল্য পান। এরপর একাধিক ছবিতে নিয়মিত অভিনয় করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নেন। বলিউডে এযাবৎকাল সবচেয়ে বেশি হিট ছবিরও একক স্বত্বাধিকারী তিনি।তার পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ‘ডর’ (১৯৯৩ সাল), ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিলতো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুচ কুচ হোতা হ্যায়’ (১৯৯৮)।