ট্রান্সমিশন দুর্বলতার কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ঃ অর্থমন্ত্রী
রোকন উদ্দিনঃ বিদ্যুতের ট্রান্সমিশন দুর্বলতার কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মুহিত বলেন, আওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ ভেরি পুওর। শনিবারের ক্রাইসিস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রবলেমের কারণে
আমাদের ট্রান্সমিশন দুর্বল। ২০০৩ ও ২০০৭ সালে এরকম বিপর্যয় হয়েছিল, ট্রান্সমিশনের সমস্যা থাকলে ভবিষ্যতেও বার বার বিপর্যয় হতে পারে কি না- প্রশ্নে তিনি বলেন, বার বার হয় না। ১০/১৫ বছরে একবার হয়। আমাদের হাজার মেগাওয়াটের প্লান্ট হওয়া দরকার। আস্তে আস্তে তা হতে যাচ্ছে।শনিবার সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা হিসাব করতে বেশ সময় লাগবে। তবে শনিবার ছুটির দিন থাকায় অর্ধেক বিদ্যুৎ খরচ হয়।