ইয়েমেনে সংঘর্ষে ২০ সেনা নিহত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে শনিবার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় সন্দেহভাজন তিন আল-কায়েদা সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশে সন্দেহভাজন আল-কায়েদা সদস্যরা সেনা সদস্যদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।হোদাইদাহয় দায়িত্বরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘একটি প্রশাসনিক ভবনে আল-কায়েদার সদস্যরা হামলা চালালে ২০ সেনা সদস্য নিহত হয়। এ সময় বিদ্রোহীরা চারটি পুলিশ কার নিয়ে যায়।’তিনি আরও জানান, এ ঘটনার পর অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আবেদনে সাড়া দেয়নি কেন্দ্রীয় কর্তৃপক্ষ।স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় এখনও সহিংসতা চলছে।এর আগে গত সপ্তাহে আল-বাইদা প্রদেশে আল-কায়েদার চালানো আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত হয়।প্রসঙ্গত, দেশটির রাজধানী সানা শহরের নিয়ন্ত্রণে রয়েছে শিয়াভিত্তিক হাউথি বিদ্রোহীরা। তাদের সঙ্গে আল-কায়েদাসহ সুন্নিভিত্তিক দলগুলোর বিরোধ রয়েছে।