বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিশ্বের চাকরীপ্রার্থীদের প্রথম পছন্দ কানাডা

বিশ্বের চাকরীপ্রার্থীদের প্রথম পছন্দ কানাডা 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  বিশ্বের চাকরীপ্রার্থীদের কাছে কাজ করার জন্য প্রথম পছন্দের দেশ কানাডা। বোস্টন কন্সাল্টিং গ্রুপের এক গবেষণায় এ কথা জানা গেছে। ১৮৯টি দেশের দুই লক্ষ চাকরীপ্রার্থীর ওপর চালানো জরিপে দেখা গেছে, ৩৫% প্রার্থীর আকর্ষণীয় দেশ কানাডা। দেশটির বাইরে থেকে এই ধারণা; কিন্তু দেশের ভেতরে বাস্তবে তার চিত্র আলাদা। অনেক উচ্চতর ডিগ্রিধারী ইমিগ্রেন্টরা এখানে সাধারন ‘অড জব’ও না পেয়ে হতাশাগ্রস্থ

। CANADA
তারপরও সরকারের ‘ফেডারেল স্কিলড ওয়ার্কার’ কর্মসূচির সংশোধিত পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে মে ২০১৪ থেকে। এ আবেদনের মাধ্যমে ৫০ ধরনের ২৫ হাজার পেশাজীবী নেয়া হবে।
উলেক্ষ্য যে, নির্বাচন প্রক্রিয়া, শর্ত ইত্যাদি আগের মতই রয়েছে। পয়েন্ট সিস্টেমও আগের মতই। সর্বনিম্ন ৬৭ পয়েন্ট অর্জন করতে হবে একাডেমিক অর্জন, অভিজ্ঞতা, বয়স, ইংলিশ ও ফরাসী ভাষায় দক্ষতা, জব অফার এবং এডাপটিবিলিটি (কানাডায় বসবাসকারী ফার্স্ট ব্লাড কিংবা জব অফার) থেকে।
ন্যুনতম স্নাতক, সেইসঙ্গে বেশ কিছু কাজের অভিজ্ঞতা এবং আই.ই.এল.টি.স স্কোর ভালো করলে ফেডারেল স্কিলড ভিসা পাওয়া খুব সহজ হয়। আগে যেখানে ১-২ বছর লেগে যেত ভিসা পেতে, এখন সেখানে দ্রুত ৬ থেকে ৯ মাসের মধ্যে ভিসা পেয়ে হয়ে যাবে বলে খবরে প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone