কিভাবে পেতে পারেন মসৃণ ও উজ্জ্বল চুল
শারমিনা কবিরঃ যাদের চুল বেশ রুক্ষ এবং শুষ্ক তারা সব সময়ই চুল নিয়ে বেশ সমস্যায় পড়েন। এর প্রধান কারণ রুক্ষ এবং শুষ্ক চুলে কোনও ধরণের ফ্যাশন স্টাইলিং তেমন মানায় না। যে কোনও ধরণের হেয়ার কাট দেওয়া হোক না কেন চুলকে কিছুতেই বাগে আনতে পারেন না অনেকেই। কিন্তু এভাবে তো আর বসে থাকা যায় না। খুঁজতে হবে এমন কোনো উপায় যাতে চুলের রুক্ষতা এবং শুষ্কতা একেবারে দূর হয়ে যায় চিরকালের মতন। তাই আজকে আপনাদের জন্য রইল এমনই কিছু হেয়ার প্যাক যা আপনাকে এই রুক্ষ চুল থেকে দূরে রাখতে পারবে
৷
১. তাজা মেহেন্দি পাতা বেটে এর মধ্যে দুই বা তিন টেবিল চামচ চায়ের লিকার দিয়ে রাখুন সারা রাত। পরের দিন একটি ডিম, তিন চা চামচ টকদই, দুই টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ নারকেল তেল খুব ভাল করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে রাখুন দু’ঘণ্টা। এরপর হাল্কা কোন শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার ব্যবহারে চুলের রুক্ষতা দূর হবে একেবারে।
২. চুলে প্রোটিনের ঘাটতি হলে চুল অনেক বেশি রুক্ষ হয়ে পড়ে। তাই ব্যবহার করুন এই প্যাকটি। একটি ডিমের কুসুম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, এক টেবিল চামচ মধু খুব ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে ভাল করে লাগান। ৩০ মিনিট পরে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার ব্যবহারে এতে চুলে পুষ্টি পৌঁছাবে এবং চুলের রুক্ষতা দূর হবে।
৩. দুটি পাকা কলা বাটিতে নিয়ে ভাল করে চটকিয়ে নিন প্রথমেই। এরপর এতে দুই টেবিল চামচ মেয়োনেজ এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। কলা চুল নরম এবং উজ্জ্বল করে