সোনার দুল চুরি ধরা খেলেন স্বস্তিকা!
বিনোদন ডেস্কঃ সিঙ্গাপুরে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল দর্পন-২০১৪ তে যোগ দিতে গিয়ে নাকি দামি সোনার দুল চুরি করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে উঠেছে শপ-লিফটিংয়ের মত গুরুতর অভিযোগ।শপ লিফটিংয়ের অর্থ, কোনো রিটেল স্টোর থেকে কোনো জিনিস চুরি করা। আর স্বস্তিকার চুরির সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়।টালিগঞ্জের এক জনপ্রিয় পরিচালক এ তথ্য ফাঁস করেছেন
যদিও তিনি স্বস্তিকার নাম করেননি কোথাও সোজাসুজি। আর এক পরিচালক আবার এ নিয়ে ব্যঙ্গও করেছেন। বলেছেন, এ খবরকে পাতায় জায়গা করার সাহস কোনো পত্রিকা দেখাতে পারবে না। এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নিশিযাপন থেকে শুরু করে নগ্ন ভিডিও ফাঁস হয়।খোঁজ নিয়ে জানা গেছে, স্বস্তিকা একটি গহনার দোকান থেকে একটি নেকলেস কেনেন পুরো দাম মিটিয়েই। কিন্তু তিনি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরেই দোকানি খেয়াল করেন, একজোড়া দুল শো-রুম থেকে গায়েব। কিন্তু কে চুরি করল দোকান থেকে, এ নিয়ে তোলপাড় হয় দোকান। শেষে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্বস্তিকাকে নাকি চিহ্নিত করতে পারেন দোকানি। তিনি একটি ই-মেল করেন দর্পণ ফিল্ম ফেস্টিভেলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তাকে। সেখানেই ফাঁস হয় স্বস্তিকার নাম।