৩-০ গোলে স্পেনের জয়
স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের ম্যাচে ফেভারিট স্পেন হারিয়েছে বেলারুশকে। স্প্যানিসরা জয় পায় ইসকো, বাসকুয়েটস আর পেদ্রোর গোলে।ম্যাচের ১৮তম মিনিটেই গোল করে এগিয়ে যায় স্পেন। কোকের অ্যাসিস্ট থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন ইসকো। পরের মিনিটে দলের হয়ে লিড দ্বিগুন করেন বাসকুয়েটস।
জুয়ানফ্রানের ক্রস থেকে বল পেয়ে বেলারুশের গোলরক্ষককে ফাঁকি দিতে অসুবিধা হয়নি বাসকুয়েটসের প্রথমার্ধে ২-০তে এগিয়ে থাকা স্প্যানিসরা দলের তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের ৫৫তম মিনিটের মাথায়। এবারো জুয়ানফ্রানের ঝলক। তার অ্যাসিস্টে এবার গোল করেন পেদ্রো। গোলবারের দশ গজ দূর থেকে গোলটি করেন পেদ্রো।
ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে শুরুর একাদশে মাঠে নামেন ক্যাসিয়াস, জুয়ানফ্রান, পিকে, রামোস, আলবা, কাজরোলা, বাসকুয়েটস, ইসকো, পেদ্রো, কোকে আর আলকাসেরের মতো তারকারা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।