বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ‘ধুম মাচাবে’শাহরুখ পুত্র আরিয়ান

‘ধুম মাচাবে’শাহরুখ পুত্র আরিয়ান 

বিনোদন ডেস্কঃ এই বছরটা বলিউড বাদশা শাহরুখের জন্য সত্যিই বেশ ‘হ্যাপি’। সমালোচকদের সমালোচনাকে ১০ গোল দিয়ে বক্সঅফিসে রাজ করছে তাঁর নতুন ছবি। তবে তাঁর হাসি আরও চওড়া করার মত খবর এখন টিনসেল টাউনের হাওয়ায় ভাসছে।একটি প্রথমসারির দৈনিকের খবর যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে ‘ধুম’ ধুমা মাচাতে দেখা যেতে পারে শাহরুখের বড় ছেলে আরিয়ানকেআরিয়ান এখন ব্রিটেনে পড়াশোনায় ব্যস্ত।

ariyan

‘ধুম’ সিরিজের কত নম্বরে আরিয়ানকে দেখা যাবে সে ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি। তবে আরিয়ানের ‘ধুম’ নাকি পরিচালনা করবেন স্বয়ং আদিত্য চোপড়া।এ ব্যাপারে অবশ্য, শাহরুখ বা আদিত্য কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।অন্যদিকে, শোনা যাচ্ছে পরের ‘ধুম’-এ নেগেটিভ রোলে দেখা যেতে পারে সালমান খানকে। এর আগে শাহরুখকে নিয়েও একই রকম জল্পনা হয়েছিল। পরবর্তী ধুমটা কে মাচাবেন তার উত্তর সময়ই দেবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone