জয়ের জন্য অপেক্ষা চার উইকেটের
স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য আর চারটি উইকেটের অপেক্ষা বাংলাদেশের। রোববার চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। রোববার জিম্বাবুয়ের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ক্রেইগ আরভিন। ৬৫.৪ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হন তিনি। ব্যক্তিগত ১৬ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি
এর আগে দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) বিদায়ের পর একে একে সাজঘরে ফিরেছে সিকান্দার রাজা ((৬৫), ব্রেন্ডন টেলর (২৪) ও এলটন চিগম্বুরা (৫)। এ প্রতিবেদন লেখার সময় ৬৫.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে ব্রেন্ডন টেলর বাহিনী। ব্যক্তিগত ৬১ রান নিয়ে এক প্রান্তে ব্যাট করছেন রেজিস চাকাভা। অন্য পাশে ব্যাট করছেন রিচমন্ড মুতাম্বামি। ছয় উইকেট হাতে রেখে বাংলাদেশের থেকে ২২১ রান পিছিয়ে আছে জিম্বাবুয়ে।
এর আগে সিরিজের তৃতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ৫০৩ রান করা পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৪৮ রান।