২৬ বছরেই নারী সবচেয়ে বেশি আবেদনময়ী!
লাইফস্টাইল ডেস্কঃ সবারই হয়তো ধারণা, মেয়েদের প্রথম রজস্রাব হওয়ার ৪-৫ বছর পর অর্থাৎ ১৭-১৮ বছর বয়সে কামোত্তেজনা বেশি হয়। অনেক যৌনবিজ্ঞানী কিংবা যৌন চিকিৎসক বলে থাকনে- ২০-২১ বছরেই বেশি কামোদ্দিপক হয়ে ওঠে নারীরা। এতোদিন এমনটাই ধারণা ছিল। তবে সাম্প্রতিক এক গবেষণা পাল্টে দিয়েছে সে ধারণা।
তাহলে আপনি কি জানেন আপনার সঙ্গীনি ঠিক কখন সবচেয়ে আবেদনময়ী হয়ে ওঠেন? অনেকেই ভাবছেন ২০ বছরের দোরগোড়ায়৷ কিন্তু একথা একেবারেই ঠিক নয়৷ সঙ্গীনি ২৬ বছরে পা রাখলেই তিনি সবচেয়ে বেশি আবেদনময়ী হয়ে ওঠেন
৷
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটউটের এক সমীক্ষায় দেখা গেছে, মহিলাদের যৌন উত্তেজনা চরমে পৌঁছায় ২৬ বছর বয়সে৷ যদিও পুরুষদের যৌনতা চরমে পৌঁছায় ৩২ বছরের পর৷
এই সমীক্ষায় প্রায় এক হাজার প্রাপ্তবয়স্কদের মতামত নেওয়া হয়৷ এই সমীক্ষা থেকে জানা গেছে, সান ফ্রান্সিসকোর মহিলারা তাদের জীবনে ২৬ বছর বয়সেই সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন৷ সে ক্ষেত্রে পুরুষরা যৌনতার আস্বাদ গ্রহণ করেন ২৭ বছরের পরবর্তী সময়ে৷
ওই সমীক্ষায় আরও দেখা গেছে যে, অধিকাংশ মহিলাই যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন ১৮ বছরের পর৷ কিন্তু সে ক্ষেত্রে আবার পুরুষরা ১৭ বছরের গোড়ার দিকেই প্রথম যৌনতা উপভোগ করেছেন৷
দেখা গিয়েছে, পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার প্রায় ১৫ বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন৷ কিন্তু সে ক্ষেত্রে মহিলারা প্রথম যৌনতার আস্বাদ নেওয়ার ১০ বছর পরেই যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন৷