বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » জিম্বাবুয়েকে ওয়াইট ওয়াশ করলো টাইগাররা

জিম্বাবুয়েকে ওয়াইট ওয়াশ করলো টাইগাররা 

স্পোর্টস ডেস্কঃ  চট্টগ্রাম টেস্টের শেষ দিনে জিম্বাবুয়েকে অল আউট করে প্রথম বারের মতো টেস্টে ওয়াইট ওয়াশ করলো টাইগাররা। ৩ ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ। শেষ ম্যাচে ১৮৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।রবিবার পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের দরকার ছিল ৯ উইকেট। তাই এই ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করতে পারবে কিনা তাই নিয়ে সংশয় ছিলজিম্বাবুয়ের অস্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা। ৮৩.১ ওভারে রুবেল হোসেনের শিকার হন তিনি

wsh

ব্যক্তিগত ২ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।এর আগে দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) বিদায়ের পর একে একে সাজঘরে ফিরেছে সিকান্দার রাজা (৬৫), ব্রেন্ডন টেলর (২৪), এলটন চিগম্বুরা (৫), ক্রেইগ আরভিন (৬), রিচমন্ড মুতাম্বামি (২)।শনিবার চতুর্থ দিন শেষে ১ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল জিম্বাবুয়ে। রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিন ও শেষ দিনের খেলার শুরুতে আরো দুই উইকেট হারিয়ে বসে।এর আগে সিরিজের তৃতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ৫০৩ রান করা পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৪৮ রান।প্রসঙ্গত, স্বাগতিকরা ইতোমধ্যেই ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone