ম্যান অব দ্য সিরিজ সাকিব, ম্যান অব দ্য ম্যাচ মুমিনুল
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হলেন সাকিব আল হাসান। আর শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুমিনুল হক। আর বাংলাদেশর গুরুত্বপূর্ণ খেলোয়ার হিসেবে পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্ট ১৮৬ রানে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাওয়াশ’ সম্পন্ন করল বাংলাদেশ। বাংলাদেশের বেঁধে দেওয়া ৪৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়েছে ২৬২ রানেই।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন ও শুভাগত হোম—প্রত্যেকেই ২টি করে উইকেট তুলে নেন। অপর উইকেটটি বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের।
ইতিমধ্যেই ২৫০ রান খাতায় তুলে ফেলেছিলেন।মাত্র দুটি উইকেট হলেই তিন টেস্টের সিরিজে ২০ উইকেট নেওয়ার গৌরবটাও নিজের করে নিতেন। কিন্তু দুর্ভাগ্য, চট্টগ্রাম টেস্টের শেষ দিন সাকিব আল হাসান কোনো উইকেট পাননি।
Posted in: খেলা