শেষ পর্যন্ত ক্ষমা চাইবেন তাপস পাল
ইন্টারন্যাশনাল ডেস্কঃ একের পর এক ঘটনার জন্ম দিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ টালিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। এবার নিজের তির্যক মন্তব্যের জন্য শেষ পর্যন্ত ক্ষমা চাইবেন তাপস পাল। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল সংসদে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এই ক্ষমা চাইবেন বলে তৃণমূল সূত্রে জানা যায়
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌমাহা গ্রামে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তাপস বলেন, ‘আমি প্রচুর মস্তানি করেছি৷ আমি পকেটে মাল নিয়ে ঘুরি, মাল মানে আসল মাল৷ আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব৷ সিপিআইএমকে গুলি করে মারব৷ আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না৷ বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব৷ তৃণমূলের কারও গায়ে যদি কোনও সিপিএম হাত দেয় তাঁদের বাড়ি, ঘর জ্বালিয়ে গুষ্টি শেষ করে দেব।’
তাপসের এই মন্তব্যের তীব্র নিন্দা শুরু হয় জাতীয় স্তরে। সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হয় হাইকোর্টে। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে সমস্ত বিতর্কে অবসান করতে চাইছেন তাপস বলে পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের ধারণা।
Posted in: আর্ন্তজাতিক