হবু কনেকে আশীর্বাদ করলেন শাহরুখ
বিনোদন ডেস্ক : বলিউডে বেশ কয়েকদিন ধরে আলোচনার বিষয়বস্তু ছিল, সালমান খানের বোনের বিয়েতে শাহরুখ খান যাবেন কিনা? শাহরুখকে নিমন্ত্রণ জানিয়েছিলেন সালমান আর শাহরুখও সাংবাদিকদের বলেছিলেন, ‘আরে, আমি তো অর্পিতাকে কোলে বসিয়ে খাইয়েছি। তাই ওর বিয়েতে যাওয়ার জন্য আমার নিমন্ত্রণের দরকার নেই’। অর্পিতার বিয়েতে তিনি অবশ্যই যাবেন।কিন্তু দুপক্ষের ইতিবাচক ইঙ্গিতের পরও বলিউড যেন আশ্বস্ত হতে পারছিল না। কারণ এই দুই খানের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ বলিউড বেশ কয়েকবছর ধরেই প্রত্যক্ষ করে আসছে। তাই শাহরুখের যাওয়া নিয়ে জল্পনা কল্পনা ছিলই। তবে ১৬ অক্টোবর সব জল্পনার অবসান ঘটিয়ে শাহরুখকে দেখা গেছে সালমানের পাশে। সালমান খানের বোন অর্পিতা খানের ‘সঙ্গীত’ উপলক্ষ্যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা গেল কিং খানকে। হবু কনেকে আশীর্বাদ করতে এসেছিলেন শাহরুখ।বলিউডের তামাম তারকাদের দেখা গিয়েছে সঙ্গীত উপাচারে, যদিও মেহেন্দিতে উপস্থিত ছিলেন কেবল হাতে গোনা কয়েকজনই। আর সহকর্মীর বোনের বিয়েতে এসে সালমানের সঙ্গে তিনিও অর্পিতার কপালে এঁকে দিলেন আদরের চুম্বন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্পিতা নিজেই। আর শেয়ার করার পরপরই ছবিটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে।