জঙ্গিদের শিরশ্ছেদের ঘটনা পুরোপুরি শয়তানি কাজঃ বারাক ওবামা
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দ্বারা শিরশ্ছেদের ঘটনা পুরোপুরি শয়তানি কাজ বলে মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির ত্রাণসহায়তা কর্মী পিটার কেসিগকে শিরোশ্ছেদের প্রতিক্রিয়ায় রোববার হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। কোনো তারিখ ছাড়া গতকাল প্রকাশিত এক ভিডিওতে ওই মার্কিন নাগরিকের শিরশ্ছেদের লাশ দেখানো হয়
একই দিনে ডজন খানেক সিরিয়ান সেনাদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করা হয়। আমেরিকান নাগরিক কেসিগকে গত বছর সিরিয়া থেকে অপহরণ করে আইএস। পরে থাকে মুসলমান হিসেবে ধর্মান্তরিত করা হয়।বিবৃতিতে ওবামা বলেন, “পুরো শয়তানি কাজের মতোই কেসিগকে আমেরিকা থেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীগোষ্ঠী। যাদের বিশ্ব পছন্দ করে না।”এক টুইট বার্তায় কেসিগ এর বাবা-মা বলেন, “এটা খুবই দুঃখের যে সিরিয়ার মানুষদের ভালোবাসার জন্য আমার ছেলেকে প্রাণ হারাতে হল। সে চেয়েছিল সিরিয়ানদের কষ্ট লাঘব করতে।”-আল-জাজিরা।