লঙ্কানদেরকে হোয়াইট ওয়াশ করলো কোহলিরা
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়েছে স্বাগতিক দল ভারত। এই জয়ের মধ্যে দিয়ে ৫-০ ব্যাবধানে সিরিজ জেতার পাশাপাশি লঙ্কানদেরকে হোয়াইট ওয়াশ করলো কোহলিরা
।
এর আগে রোববার রাঁচিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস। টপ অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরে যেতে থাকেলেও অধিনায়ক ম্যাথুসের অপরাজিত ১১৬ বলে ১৩৯ রানের ইনিংস দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকে। এছাড়া থিরিমান্নের ৫২ রানের ইনিংসটিও বেশ গুরুত্তপুর্ণ ছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে কুলকারনি সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত ২৮৬ রান সংগ্রহ করে লঙ্কান ক্রিকেটাররা
জবাবে ১৪ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ভারত। এরপর কোহলি ও রাইডু ভারতকে টেনে তোলেন। ৫৯ রানে রাইডু রান আউট হলেও কোহলি তার ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১৩৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর ভারত ৭ উইকেট ৪৮.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।
উল্লেখ্য, ১৩৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।