শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান সিরিজ
স্পোর্টস ডেস্কঃ আবারো শুরু হতে যাচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যেকার ক্রিকেট সিরিজ।
রোববার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মোহাম্মদ আবদুল বাসিত এ কথা জানিয়েছেন। খবর আই এএনএসের।
আবদুল বাসিত বলেন, , ইনশাল্লাহ পরের বছরই দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবে। তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম।
জানা গেছে, আগামী ২০২২ সালের মধ্যে ভারত ও পাকিস্তান কমপক্ষে ছয়টি সিরিজ খেলবে। দুই সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ভারত সফর থাকাকালীন এই ব্যাপারে নাকি আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাট থাকার অভিযোগে পাকিস্তানের সাথে সব ধরনের ক্রিকেট সিরিজ বন্ধ ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।