বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » মটোরোলার ফোনে ২১ মেগাপিক্সেল ক্যামেরা

মটোরোলার ফোনে ২১ মেগাপিক্সেল ক্যামেরা 

 

প্রযুক্তি ডেস্ক: বাজারে এলো মটোরোলার বহু প্রতীক্ষিত ড্রয়েড টার্বো (Droid Turbo)। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৭ গিগাহার্জ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫.২ ইঞ্চির পর্দার ফোনটিতে রয়েছে অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সন।

এছাড়া রয়েছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। একই ফোনের আরেকটি মডেলে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।

তবে ফোনটির মূল চমক ক্যামেরায়। এতে রয়েছে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আছে অত্যাধুনিক ফ্ল্যাশ।moto

আরো রয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। যার ফলে গ্রাহকেরা দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন।

পাশাপাশি রয়েছে ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা।

আপাতত মেটালিক কালো ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন। ৩২ জিবির ফোনটি কিনতে গ্রাহকদের খরচ পড়বে ভারতীয় ৩৪ হাজার ৯৯০ রুপি বা বাংলাদেশি প্রায় ৪৪ হাজার টাকা। খুব শিগগিরই এটি বাংলাদেশের বাজারে আসবে।

 রিপোর্ট »রবিবার, ১৬ নভেম্বার , ২০১৪. সময়-৫:১৪ pm | বাংলা- 2 Agrohayon 1421

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone