ফিলিস্তিনের জাতীয় দিবস উপলক্ষে সুইডেনের রাজার শুভেচ্ছা
ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের জাতীয় দিবস উপলক্ষে সুইডেনের রাজা ষোড়শ কার্ল শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক দিন আগে দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ সুইডেন। সোমবার আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানান সুইডিশ রাজা ষোড়শ কার্ল
শুভেচ্ছা বার্তায় রাজা কার্ল মাহমুদ আব্বাসের সুস্থ্য দেহ ও দীর্ঘায়ু কামনা করে দেশটির জনগণের সাফল্য প্রত্যাশা করেছেন। জাতীয় দিবসে ফিলিস্তিনিদের প্রতি সুইডেনের সম্মান ও শ্রদ্ধা জানান রাজা। প্রতিবছর ১৫ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। ১৯৮৮ সালে দেশটির অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত এই দিবস ঘোষণা করেন। এর পর থেকে সাড়ম্বরে দিবসটি পালন করে আসছে তারা। সুইডেনের রাজার পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য দেশের জাতীয় দিবসে শুভেচ্ছাবার্তা পাঠানো রাষ্ট্রীয় প্রধানের রুটিন কাজ। এ মোতাবেক রাজা ফিলিস্তিনকে তাদের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনকে সুইডিশ রাজার শুভেচ্ছা বার্তা পাঠানোয় দেশটির স্বাধীনতার স্বীকৃতি আরো পাকাপোক্ত হলো।