মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকুন!
প্রযুক্তি ডেস্ক : এটা আমার কথা নয়, ‘মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকুন!’ এমন বার্তাই দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির টেলিকম মন্ত্রণালয় ফোন ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে জানায়, ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড থেকে রক্ষা পেতে মোবইল ছেড়ে তারযুক্ত ল্যান্ডলাইন ফোন ব্যবহার করুন। কারণ মোবাইল ফোন এবং মোবাইল টাওয়ার থেকে উৎপন্ন বিকিরণ মানবজাতি এবং সভ্যতার জন্য চরম ক্ষতিকর।শুধু তাই নয়, এই বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে কোটি কোটি টাকাও খরচ করেছে কেন্দ্রীয় সরকার
এই প্রচারে জনগণের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মন্ত্রণালয়টি মোবাইল ফোন ব্যবহারকারীদের অবগতির জন্য জানাচ্ছে, মোবাইল সংস্থাগুলোর বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) এবং মোবাইল সেট থেকে যে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় তা মানব শরীরের পক্ষে ক্ষতিকারক। এ জন্য দুই বছর আগেই মোবাইল সার্ভিস প্রোভাইডারগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল বিটিএস থেকে যাতে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড কম উৎপন্ন হয় তার ব্যবস্থা করতে।যদিও শুধু নির্দেশিকা জারি করে ভরসা পায়নি সরকার। তাই মোবাইল ব্যবহারকারীদের সচেতন করতে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপনও দেয়া হচ্ছে। যেখানে বলা হচ্ছে- মোবাইল সেট শরীর থেকে দূরে রাখুন। হ্যান্ডসেটটি মাথা থেকে দূরে রাখতে ব্লুটুথ অথবা তারযুক্ত হেডসেট ব্যবহার করুন। মোবাইলে কথা কম বলুন। মোবাইল হ্যান্ডসেটটি মাথার সঙ্গে লাগিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। কারণ রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) এনার্জি সোর্স থেকে দূরত্ব অনুসারে কম হয়।ভয়েস কলের পরিবর্তে এসএমএসে কাজ সারতেও পরামর্শ দেয়া হয়েছে। ওই বার্তায় আরো বলা হয়েছে, মোবাইল ফোন একেবারেই বন্ধ করে দিয়ে ল্যান্ডফোন ব্যবহার করুন।