সরকার এইচ টি ইমারের বক্তব্যে আড়াল করার ষড়যন্ত্র করছেঃরিজভী
নিজস্ব প্রতিবেদকঃ গত ৫ জানুয়ারি নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার এইচ টি ইমারের বক্তব্যে জনসাধারণের কাছ থেকে আড়াল করার ষড়যন্ত্র করছে। তাই তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে।
মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে সমন জারি করার প্রতিক্রিয়ায় দলের রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদের অপকর্ম ঢাকতেই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সরকার সমন জারি করেছে। জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার এই কৌশল নিয়েছে।
তিনি বলেন, এইচ টি ইমাম সরকারের সকল অপকর্মের পরামর্শদানকারী। কিন্তু তার বিরুদ্ধে এখন সারাদেশে ধিক্কার উঠেছে। তাই তারা আর একটি নোংরা চালের আশ্রয় নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে সরকার বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।