ভারতীয় পোশাকের চাহিদায় বাজার হারাচ্ছে দেশি পোশাক
অর্থনৈতিক প্রতিবেদকঃ দেশে ভারতীয় পোশাকের চাহিদা বাড়ায় দীর্ঘ দিনে ধরে গড়ে উঠা অভ্যন্তরীণ বাজার হারাতে বসেছেন পুরান ঢাকার গার্মেন্টস শিল্প মালিকরা।এমতাবস্থা উত্তরণে ভারতীয় পোশাক আমদানি নিয়ন্ত্রণের দাবি উদ্যোক্তাদের। একই সঙ্গে বাজার সম্প্রসারণে পৃথক শিল্পাঞ্চল গড়ে তোলাসহ সরকারি সুবিধা বাড়ানোরও দাবি তাদের।দেশি পোশাকের চাহিদা মেটাতে স্বাধীনতার আগে থেকেই ব্যক্তি উদ্যোগে পুরান ঢাকায় গড়ে ওঠে ছোট ছোট পোশাক কারখানা।
গত দশকেও এসব কারখানায় তৈরি পোশাকের অভ্যন্তরীণ বাজার ছিল ৮ হাজার কোটি টাকার বেশি। তবে বর্তমানে তা নেমে এসেছে ১ হাজার কোটি টাকায়।বাজার পতনের কারণ হিসেবে কর্মীদের অদক্ষতার পাশাপাশি ভারতীয় পোশাক আমদানির দিকে ব্যবসায়ীদের বাড়তি ঝোঁককে দায়ী করছেন উদ্যোক্তারা।তানজিদা ফ্যাশনের রিতা বলেন, ‘অর্ডার নিয়ে তৈরি করি আবার নিজেরাও তৈরি করি। কখন কোনটি জনপ্রিয় হয় তা তো বলা যায়না।’আল রিভা গার্মেন্টসের মালিক ওয়ালিউল্লাহ বলেন, ‘দেশে তৈরি পোশাকের উপর আসলে মানুষের বিশ্বাস নেই। তারা ভারতের তৈরি হলেই সেটা পছন্দ করে কেনে।’তবে আলাদা শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি ব্যাংক ঋণসহ সরকারি সুবিধা বাড়ানো হলে বর্তমান অচলাবস্থা কাটিয়ে আরও বড় বাজার তৈরি সম্ভব বলে মনে করছেন পুরান ঢাকার গার্মেন্টস ব্যবসায়ীরা।অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, এ খাতে ব্যাপক সম্ভাবনা আছে। এটি যদি আমরা কাজে লাগাতে পারি আমরা বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকার মার্কেট তৈরি করতে পারবো।বর্তমানে রাজধানীর নর্থ-সাউথ রোড, গাউছিয়া, কেরানীগঞ্জসহ সারাদেশে এমন ছোট ছোট কারখানার সংখ্যা ৭ থেকে ৮ হাজার। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে ১০ লাখেরও বেশি লোকের।