আইএসআইএল’র সদস্যের কাছে মেয়ে বিয়ে না দেয়ায় পরিবারকে হত্যা
ডেস্ক রিপোর্টঃ ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সদস্যের কাছে মেয়ে বিয়ে না দেয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএসআইএল সন্ত্রাসী জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহ ১৪ বছরের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়
এরপরই আইএসআইএল সন্ত্রাসীরা একে একে ওই মেয়ের বাবা, মা এবং তিন ভাই-বোনকে নির্মমভাবে হত্যা করে।স্বজনদের হত্যার পর মেয়েটিকে তুলে নিয়ে যায় তারা। ১৪ বছর বয়সী মেয়েটি এখন কোথায় আছে, তা জানা যায়নি।আইএসআইএল গোষ্ঠী জোর করে তাদের পছন্দের নারীদের বিয়ে করছে এবং এ ধরনের বিয়ের নাম দিয়েছে ‘জিহাদ বিয়ে’ যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।ইরাক ও সিরিয়ার একটা বিশাল এলাকা এখনো আইএসআইএল’র নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকার অধিবাসীদের সঙ্গে তারা ‘যা ইচ্ছে তাই’ আচরণ করছে। গলা কেটে গণহারে মানুষ হত্যার মতো নানা নৃশংস কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ তারাই ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ইসলামভীতি ছড়িয়ে দিতেই এসব করা হচ্ছে।