থ্রিডি অবতারে বিরাট কোহলি
স্পোর্টস ডেস্কঃ এবার ভিডিও গেমে থ্রিডি অবতারে বিরাট কোহলি। তিনি যেন স্বপ্নের উড়ানে চলেছেন। তার নেতৃত্বে রোববারই শ্রীলঙ্কাকে পাঁচ ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত৷ সোমবারই থ্রিডি অ্যানিমেটেড ভিডিও গেম লঞ্চ করলেন কোহলি
৷
অনুষ্কার সঙ্গে তার প্রেমপর্ব এখন প্রকাশ্যে৷ মাঠে উপস্থিত থেকে সেঞ্চুরির পর বিরাটকে ‘ফ্লাইং কিস’ করতে দেখা গেছে বলিউডের হার্টথ্রবকে৷ মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্বভার এখন বিরাটের হাতে৷ শ্রীলঙ্কা সিরিজের পর ব্রিসেবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে টস করতে নামবেন কোহলি৷
সোমবার নিজের ভিডিও গেম লঞ্চ করে কোহলি বলেন, ‘আমার সুপার হিরো অবতার এবার স্পাইডারম্যান ও সুপারম্যানের মতো দৈত্যের সঙ্গে লড়াই করবে৷ যেটা আমি পারি না৷ আমার সুপার হিরো সেটা কীভাবে করবে তা দেখতে মুখিয়ে রয়েছি৷ নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, থ্রিডি অ্যানিমেশন সিরিজ বাচ্চাদের দারুণ পছন্দের৷ আশা করি এটা জনপ্রিয় হবে৷’
সূত্র- কলকাতা অনলাইন।