ওয়ানডেতে ঘুড়ে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্কঃ ২০০৫ সালে এই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারেরমত টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রায় দশ বছর পর আবারও বাংলাদেশে টেস্ট সিরিজে হারতে হলো ৩-০ ব্যবধানে। মুশফিকদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দারুণ হতাশ টেলররাবাহিনী। হারের হতাশা থাকলেও পাঁচম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
হোয়াইটওয়াশের লজ্জার সঙ্গে এবার যোগ হয়েছে বাংলাদেশের কাছে টেস্ট র্যাংকিং হারানোর বেদনাও। বুকভরা হাতাশা নিয়ে তাই দুঃখ ভুলতে সোমবার ছুটিতে জিম্বাবুয়ের বেশ কয়েকজন ক্রিকেটার কেনাকাটা করতে বের হয়েছিলেন
তবে এদিন জিম্বাবুয়ের বেশির ভাগ ক্রিকেটার হোটেলেই বিশ্রামে কাটিয়েছেন। টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। ইতিমধ্যে ওয়ানডে দলে থাকা চার ক্রিকেটার এসে টেলরদের সঙ্গে যোগ দিয়েছেন। এ সময় জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার সিকান্দার রাজা ওয়ানডে সিরিজে ঘুড়ে দাঁড়ানো প্রত্যাশা ব্যক্ত করেন।
সিকান্দার বলেন, ‘টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারিনি। টেস্টে ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়া খুবই দুঃখজনক। তবে আমরা ওয়ানডে সিরিজে ভালো করতে চাই। সত্যি বলতে টেস্ট সিরিজের কথা ভুলে ওয়ানডে নতুন করে শুরু করতে হবে। আশা করছি আমরা ওয়ানডেতে ঘুড়ে দাঁড়াতে পারবো।’