উড়ন্ত অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পর এ পর্যন্ত ৫ টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রায় সবগুলো ম্যাচেই জয়ের নায়ক ছিলেন নেইমার। এ পাঁচ ম্যাচে মোট ১২ গোল করেছে কার্লোস দুঙ্গার শিষ্যরা। কিন্তু কোনো গোল হজম করেনি সেলেকাওরা।
আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় ভিয়েনায় আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে টানা নয় ম্যাচে জয় পাওয়া উড়ন্ত অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে অপ্রতিরোধ্য ব্রাজিল। প্রশ্ন থেকে যায়, ব্রাজিলের জয়রথ থামাতে পারবে কি অস্ট্রিয়া
এদিকে স্বাগতিক দলটি হয়তো বিশ্বকাপে সুযোগ পায়নি। হতে পারে তাদের র্যাংকিং ব্রাজিলের চেয়ে ২৩ ধাপ নিচে ২৯তম। কিন্তু দুঙ্গার দলের জন্য সতর্কবাণী থাকছে। টানা ৯ ম্যাচ ধরে অজেয় রয়েছে অস্ট্রিয়া । সম্প্রতি ইউরোর বাছাই পর্বে নিজেদের গত ম্যাচে রাশিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে তারা।
এতে বলা চলে, ব্রাজিলের মতো অস্ট্রিয়ার সময়টাও বেশ ভালোই কাটছে। তারপরও অনেকেই মনে করছেন আজকের ফেভারিট ব্রাজিলই। অতীত পরিসংখ্যানও নেইমারদের সঙ্গ দিচ্ছে। এখন পর্যন্ত দুই দলের আগের আটটি লড়াইয়ে তিন ড্রয়ের পাশাপাশি ব্রাজিলের জয় পাঁচটিতে। তার মানে কোনো ম্যাচেই জিততে পারেনি অস্ট্রিয়া।
তা ছাড়া ঘরের মাঠের অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হারের দুঃসহ স্মৃতি হয়তো ভুলতে বসেছে ব্রাজিল। তাদের এ রেনেসাঁয় নেতৃত্ব দিচ্ছেন দুঙ্গা। ধীরে ধীরে ব্রাজিলের মর্যাদার স্থানে নিয়ে যাচ্ছেন তিনি।
ফেলিপে লুইস স্কলারির বিদায়ের পর দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়ে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচে যা একটু নড়বড়ে ছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে জয় দিয়ে স্বরূপে ফেরা শুরু। পরের ম্যাচ দুটি ম্যাচে জাপান ও তুরস্কের জালে গোল উৎসব করেছেন দুঙ্গার শিষ্যরা।
বিশ্বকাপে ব্রাজিলের ভঙ্গুর ডিফেন্সে আবার জমাট ধরিয়েছেন দুঙ্গা। নেইমারকে ঘিরেই পরিকল্পিত হচ্ছে তার সব আক্রমণ। তাতে শতভাগ সফল দুঙ্গা ও নেইমার।
মধ্যমাঠ ম্যাচের নিয়ন্ত্রণ রাখায় ফরোয়ার্ডদের কাজ সহজ হয়ে যাচ্ছে। এ সব ধরে রেখে আজ টানা ষষ্ঠ জয় তুলে নিতে চান দুঙ্গা। আগামী বছর কোপা আমেরিকার প্রস্তুতিতে কোনো ছাড় দিতে নারাজ এ কোচ। তাই শেষ ৫ ম্যাচে বিপক্ষের জালে ১২ গোল করার পাশাপাশি নিজেদের জাল খুব সুরক্ষিত রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজও এর ব্যতিক্রম চাইবেন না দুঙ্গা।
এদিকে, বিশ্বকাপের পর যেন একেবারেই পাল্টে গেছে ব্রাজিলের রক্ষণ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেলেকাওদের মিডফিল্ডার ফার্নান্দিনহো রক্ষণের কৃতিত্বের কথা তুলে ধরে বলেন, ‘আমরা রক্ষণ সামলানোর জন্য রাস্তা খুঁজে পেয়েছি। আক্রমণে আমাদের অনেক বিকল্প আছে। দলে অনেক দ্রুতগামী খেলোয়াড় রয়েছে। আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি এবং অনেক গোল করেছি। টানা ৫ ম্যাচ জয়ের কারণ সম্ভবত এই দুটিই।’