বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » তারেক রহমানের জন্মদিনের আলোচনায় থাকবেন খালেদা

তারেক রহমানের জন্মদিনের আলোচনায় থাকবেন খালেদা 

নিজস্ব প্রতিবেদকঃ  দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের জন্মদিনের আলোচনায় যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকেল ৩টায় এ আলোচনার আয়োজন করেছে বিএনপি।চেয়ারপারসনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেন

tarek

তিনি জানান, তারেক রহমানের ৫০তম জন্মদিনে বুধবার রাত ১২টা ১মিনিটে কেক কাটবেন খালেদা জিয়া। গুলশান নিজ রাজনৈতিক কার্যালয়ে তিনি কেক কাটবেন। দল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল পৃথক পৃথকভাবে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তারেক রহমানের জন্মদিনের কেক কাটবেন।উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন।সরকারবিরোধী আন্দোলনে নিহত গফরগাঁও পৌর ছাত্রদলের সভাপতি ইবনে আজাদ কমলের পরিবারকে আর্থিক সাহায্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে নিজ কার্যালয়ে খালেদা জিয়া নিহতের পরিবারের হাতে সাহায্য তুলে দেবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone