১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। একেবারে শেষ মুহূর্তে রাফায়েল গেরার গোলে জিতে যায় পর্তুগাল।
মেসি এবং রোনালদোকে ছাপিয়ে ম্যাচের স্পটলাইট কেড়ে নিলেন অতিরিক্ত হিসেবে খেলতে নামা ২০ বছর বয়সী গেরা।
তুমুল উত্তেজনা নিয়ে ম্যাচটি উপভোগের অপেক্ষায় ছিল সারাবিশ্বের ফুটবল প্রেমীরা। সে কথা মাথায় রেখেই বুঝি প্রথমার্ধে কোনো গোল হয়নি। গোল দেখার জন্য খেলার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। দর্শক উত্তেজনায় উত্তেজনায় সারাটা সময়। সবার মনে একই প্রশ্ন এ লড়াইয়ে কে জিতবে- মেসি না রোনালদোর দল। শেষ পর্যন্ত শিকে ছিড়ল রোনালদোর দল পর্তুগালের।
কিন্তু ম্যাচের সব রং ফিকে হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে। দুদলের কোচ তুলে নেন এই ম্যাচের দুই আকর্ষণ মেসি এবং সি আর সেভেনকে। ফলে জমে উঠার আগেই দুই মহাতারকার লড়াইটা শেষ হয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা দেখেন ফুটবল প্রেমীরা।
ম্যাচের ৬০ মিনিটে আগুয়েরা এবং ডি মারিয়াকেও তুলে নেন আলবিসেলেস্তাদের কোচ জেরাডো মার্টিনো। তাদের পরিবর্তে মাঠে নামেন কার্লোস তেভেজ এবং লামেলা। তারাও ব্যর্থ হয়েছেন ঝলক দেখাতে।
ইংল্যান্ডের ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্জেন্টিনা। মেসি এবং ডি মারিয়ার একের পর এক আক্রমণে বেশ ব্যতিবস্ত হয়ে পড়ে পর্তুগালের রক্ষণভাগ।
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোলের সুযোগ সৃষ্টি করেন ডি মারিয়া। কিন্তু পর্তুুগীজ ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শর্ট ফার পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে গোল বঞ্চিত থাকতে হয় আলবিসেলেস্তাদের।
ম্যাচের ১০ মিনিটে পর্তুগীজ গোল কিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।
ডি মারিয়া ম্যাচের ১৯ মিনিটে ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে পর্তুগালের পেনাল্টি বক্সে ঢুকে গিয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ম্যানচেস্টার এ তারকা।
আর্জেন্টাইনদের একের পর এক আক্রমণে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে ম্যাচের ২৮ মিনিটে আর্জেন্টিনার রক্ষণের ভুলে একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সি আর সেভেন।
তবে এ লড়াইয়ে জ্বলে উঠেছেন ২০ বছর বয়সী তারকা ফুটবলার গেরা। একদম শেষ মুহূর্তে পর্তুগালের পক্ষে গোল করে গেরা বিজয় ছিনিয়ে নেন।