র্যাঙ্কিংয়ে দু’ নম্বরে বিরাট কোহলি
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ দুরন্ত সেঞ্চুরি করে আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দু’ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। রবিবার দ্বীপরাষ্ট্রকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বিরাটের টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ইডেনে বিশ্বরেকর্ড করে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে উঠে এলেন রোহিত শর্মা।ওয়ান ডে অল-রাউন্ডারে তালিকায় প্রথমবার শীর্ষস্থান দখল করলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ
রবিবার রাঁচিতে সিরিজের শেষ সেঞ্চুরি করেন শ্রীলঙ্কা অধিনায়ক। পাঁচ ওয়ান ডে-র সিরিজে মোট ৩৩৯ রান করেন ম্যাথিউজ৷শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি।বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন ২৭ বছরের মুম্বাইয়ের ডানহাতি। পাঁচ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কা সিরিজে না-খেললেও সাত নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের ভুবেনেশ্বর কুমার।