সরকারের ষড়যন্ত্রের কারণে তারেক রহমান নির্বাসিতঃফখরুল
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকারের ষড়যন্ত্রের কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রায় নির্বাসিত রয়েছেন। তার ৫০-তম জন্মদিনে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তারেক রহমানকে সুস্থ রাখেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মহিলা দলের আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০-তম জন্ম দিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে সাংবাদিকদের তিনি একথা বলেন
।
তিনি বলেন, আমরা আশা করি তারেক রহমান অতিদ্রুত দেশে ফিরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে কাজ করবেন। বাংলাদেশে আজকের দিনে তারেক রহমানকে প্রয়োজন।