পাঁচ গুণী ব্যক্তিকে অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ অর্থকষ্টে থাকা পাঁচ গুণী ব্যক্তিকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ , অভিনেত্রী আমিরুন্নেসা খানম (রানী সরকার ) এবং এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহিনা সিকদার (বনশ্রী )। এ ছাড়া মানিকগঞ্জের মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাসকেও ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়
বুধবার সন্ধ্যায় গণভবনে ওই তিন জনের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেন।
উলেখ্য, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রানী সরকার এবং বনশ্রীর মানবেতর জীবনযাপনের ওপর প্রতিবেদন প্রকাশিত হয়। এসব জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী তাদের গণভবনে আমন্ত্রণ জানান ।