নাইজেরিয়ায় ৪৫ জনকে গলা কেটে হত্যা
ইন্টারন্যাশনাল ডেস্কঃনাইজেরিয়ায় অন্তত ৪৫ জনকে গলা কেটে হত্যা করেছে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারাম। দেশটির মাফা জেলার আজাইয়া কুরা গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।খবরে বলা হয়েছে, বুধবার তাদের (বোকো হারাম) চার যোদ্ধাকে সেনাবাহিনী হত্যা করলে প্রতিশোধস্বরূপ সংগঠনটি এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন
দেশটির সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।সূত্রটি জানায়, বুধবার বোকো হারামের চার সদস্য একটি মার্কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাবাহিনী তাদের চিহ্নিত করলে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে বোকো হারামের ওই চার সদস্য নিহত হয়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবারের এ ঘটনা ঘটানো হয়েছে বলে সূত্রটি উল্লেখ করেছে।মাফা জেলা পরিষদের চেয়ারম্যান শেত্তিমা লোয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বোকো হারাম সদস্যরা আজাইয়া কুরা গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ৪৫ জনকে গলা কেটে হত্যা করে। নিহতদের কবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সূত্র: রয়টার্স।