মরা হাতির দাম লাখ টাকা। কিন্তু মরা উটের দাম কত?
ইন্টারন্যাশনাল ডেস্কঃ কথায় বলে, মরা হাতির দাম লাখ টাকা। কিন্তু মরা উটের দাম কত? প্রশ্নটা অদ্ভুত শোনালেও আবু ধাবির এক উটের মালিক প্রমাণ করে দিয়েছেন মরা উটের দাম কম করে হলেও ২ লাখ টাকা!
ঘটনাটি খুলে বলা যাক। সম্প্রতি ওই উটের মালিক তার উট ভাড়া দিয়েছিলেন এক লোকের কাছে। লোকটি উট দিয়ে গাড়ি টেনে কিছু মাল বহন করেন। পরে তিনি উটটি মালিককে ফেরত দিয়ে আসেন
কিন্তু কয়েকদিন পর উটটি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সেটি মারা যায়। এবার চতুর মালিক তার মরা উট দিয়ে কিছু উপার্জন করার সুযোগ খোঁজেন। তিনি আদালতে ওই লোকটির বিরুদ্ধে অভিযোগ করেন, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই অসুস্থ হয়ে পড়েছিল তার উট। সেই অসুস্থতা থেকে তার মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে আদালত যে রায় ঘোষণা করে তার সারমর্ম হলো, উটের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে হবে ১০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকার বেশি)। উট মালিকের বুদ্ধির তারিফ করতে হয়। সেটি জীবিত থাকতেও উপার্জন করে গেছে, মরে গিয়েও বড়লোক বানিয়ে দিয়ে গেল তার মনিবকে!
খবর -জি নিউজ
Posted in: আর্ন্তজাতিক