চুম্বক বালক
ইন্টারন্যাশনাল ডেস্কঃ রাশিয়ার ১২ বছরের এক বালক জীবন্ত চুম্বকে পরিণত হয়েছে। সে কোনো লোহা কিংবা লোহা জাতীয় পদার্থের সংস্পর্শে গেলেই সেগুলো তার দিকে আকর্ষিত হচ্ছে। এই জীবন্ত চুম্বককে দেখার জন্য তার এলাকার লোকজন ভীড় করছে
শিশুরা বাড়ি থেকে লোহা লক্কড় নিয়ে আসছে তার চৌম্বকত্ব পরীক্ষা করার জন্য।
নিকোলাই রাইয়াগেসকো নামের ওই কিশোর জানায়, একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ল্যাম্পপোস্টের ওপর পড়ার পর কিছুদিন আগে সে তড়িতাহত হয়েছিল। এরপর থেকে বিষ্ময়করভাবে লক্ষ্য করে যে লোহাজাতীয় জিনিস তার কাছে এলেই টেনে ধরছে। সেদিন রাতে ঘুম থেকে ওঠার পর সে দেখে বিছানার নিচে যে ধাতব কয়েনগুলো রেখেছিল সেগুলো তার গায়ের সঙ্গে লেগে গেছে। কিছুতেই ছাড়ানো যাচ্ছে না!
Posted in: আর্ন্তজাতিক