জয়ের প্রধান নায়ক সাকিব
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভেন ম্যাঙ্গোগো বলেছেন, আমাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা সুপার সাকিব। বাংলাদেশের সাথে তিনটি টেস্ট ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচে হারার পর ম্যাঙ্গোগো এ মন্তব্য করেছেন।
জিম্বাবুয়ের বিরুদ্ধে গতকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের প্রধান নায়ক ছিলেন সাকিব। তিনি ব্যাট হাতে ১০১ রান ও বল হাতে ৪টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন
গত টেস্ট সিরিজেও অসাধারণ খেলে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। তিনি তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ২৫১ রান ও বল হাতে নিয়েছেন ১৮টি উইকেট। এর মধ্যে রয়েছে ১৩৭ রানের একটি ইনিংস।
জিম্বাবুয়ের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করে সাকিব অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসনের রেকর্ডে ভাগ বসিয়েছেন। তিন বা তার কম ম্যাচের টেস্ট সিরিজে জনসন ব্যাট হাতে করেছেন ২৫৫ রান ও বল হাতে নিয়েছেন ১৬টি উইকেট।
Posted in: খেলা