এমন বিদায় পুষিয়ে নিতে পারবে কি?
স্পোর্টস ডেস্কঃ কয়েক দিন আগে আভাস দিয়েছিলেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন কুমার সাঙ্গাকারা। হঠাৎ করে এমন বিদায় শ্রীলঙ্কা পুষিয়ে নিতে পারবে কি?
এ নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে যান লঙ্কান নির্বাচকরা। সাঙ্গাকারাকে এই সিদ্ধান্ত বদলের অনুরোধ করেছেন তারা। তাই সিদ্ধান্ত বদলের কথা ভাবছেন সাঙ্গাকারাও।এদিকে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে
তার অভাব ইতিমধ্যে টের পাচ্ছেন দেশটির নির্বাচকরা। সাঙ্গাকারাও যদি এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে শ্রীলঙ্কার ব্যাটিং শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ২০১৫ সালে শুরুর দিকে লঙ্কানদের সামনে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজ ছাড়া ওই বছরের বাকি সূচী এখনো চূড়ান্ত হয়নি। সাঙ্গাকারা না খেললে সমস্যায় পড়তে হবে তাদের। সে কথা ভেবেই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এখনই টেস্ট থেকে অবসর না নেওয়ার জন্য অনুরোধ জানান নির্বাচকেরা।