‘মেসি রিয়াল মাদ্রিদে আসতে পারেন
স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার যে গুঞ্জন কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, তাতে ঘি ঢাললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লোস আনচেলত্তি। তিনি বলেছেন, মৌসুম শেষে মেসি যদি বার্সেলোনা ছেড়ে দিতে চান তবে তিনি তাকে দলে টানতে আগ্রহী। সম্প্রতি মেসি জানান, চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাব্য সব দিক বিবেচনায় নেবেন তিনি
এ খবর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ দৈনিকে গুরুত্বসহকারে ছাপা হয়।এর আগেও কয়েকজন বিখ্যাত ফুটবল তারকা ন্যু ক্যাম্প ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। আনচেলত্তি যেন সেই বিতর্কই আবার উসকে দিতে চাইছেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনচেলত্তি বলেন, ‘মেসি রিয়াল মাদ্রিদে আসতে পারেন। সব ভালো দলেই ভালো খেলোয়াড়ের জন্য জায়গা রয়েছে।’
মেসি যদি সত্যিই রিয়াল মাদ্রিদে যোগ দেন তাহলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে দেখা যাবে তাকে।