সম্পর্কের কথা স্বীকার করে নিলেন কোহেলি
স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের সদস্য বিরাট কোহেলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কার শর্মার সম্পর্ক নিয়ে এতদিন জোরাল জল্পনা চলছিল। দুজনেই একাধিকবার লেট নাইট পার্টি, বিভিন্ন ম্যাচ ও ভারতীয় দলের সফর চালাকালে একসঙ্গে দেখা গেছে। দেখা গেছে এয়ারপোর্টেও
।
এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংবাদমাধ্যমের সামনে তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোহেলি জানিয়েছেন, সবকিছুই তো দেখাই যাচ্ছে। এতে আর লুকোনোর রয়েছেটা কী! একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করার কোনও প্রয়োজন নেই।
এর আগে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময় গ্যালারিতে উপস্থিত অনুষ্কার দিকে কোহেলির ফ্লাইং কিস যেন জল্পনার জবাব ছিল। আর বৃহস্পতিবার সব জল্পনা মাঠের বাইরে উড়িয়ে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন কোহেলি।