অর্থমন্ত্রীকে রাবিশ বলতে বললেন সুরঞ্জিত
নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সিলেট অঞ্চলের দুই সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে নিয়ে তীর্যক মন্তব্য করলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘গুটিকয় কর্মীর’ কারণে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ‘ম্লান’ হতে দেওয়া চলে না।
“অর্থমন্ত্রী ওই এলাকার সংসদ সদস্য। উনাকে বলব- আর কিছু পারেন আর না পারেন, অন্তত সেখানে (শাহজালাল বিশ্ববিদ্যালয়) গিয়ে একবার রাবিশ-খবিশ বলে আসেন।”সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী বিভিন্ন সময়ে সমালোচনাকারীদের ‘রাবিশ’ বলে সংবাদ শিরোনাম হয়েছেন। আর সাংবাদিকদের খবিশ বলে সমালোচিত হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
সুরঞ্জিত সেনগুপ্ত নিজেও বৃহত্তর সিলেটের সাংসদ; তার আসন সুনামগঞ্জ-২।