মানবতাবিরোধী অপরাধেরায় কাল
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, মোবারক হোসেনের মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালের কার্যতালিকায় এসেছে। বিধি অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার এ মামলার রায় ঘোষণা হতে পারে।
এর আগে, চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২ জুন এ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে আদেশ দেয়।
মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ৩৩ জনকে গণহত্যা, তিনজনকে হত্যা, দুজনকে অপহরণ করে আটক ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
২০০৯ সালের ৩ মে শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট প্রথমে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও পরে নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে স্থানীয় আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার।
পরে মোবারকের আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস বিনা বিচারে কারাগারে আটক থাকায় ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই দিন তদন্ত সংস্থা মোবারকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন। পরে আরও দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ান ট্রাইব্যুনাল।
Posted in: জাতীয়