পাকিস্তানের ক্রমেই বাড়ছে আইএসআইএস প্রচারণা!
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় ক্রমেই বাড়ছে আইএসআইএস-এর প্রভাব৷ শহরের বস্তি থেকে তালেবান অধ্যুষিত গ্রাম, সর্বত্রই চোখে পড়েছে আইএস-এর সমর্থনে দেওয়াল লিখন৷ দেখা মিলেছে আইএস-এর লোগো, পোস্টার, লিফলেট ও পতাকার
সম্প্রতি লাহরের একটি অস্ত্র কারখানার সামনে থেকে উদ্ধার হয় আইএস-এর পতাকা। কিন্তু পতাকাগুলো কোথা থেকে এল তার হদিশ পাওয়া যায়নি৷
পশ্চিম এশিয়ায় ধর্মীয় আধিপত্য বিস্তারে জিহাদ শুরু করেছে এই জঙ্গিগোষ্ঠী৷ এমনকী তেহরিক-ই তালেবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএস-এর সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করেছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন৷
Posted in: আর্ন্তজাতিক